বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেছেন, খাদ্যের ঘাটতি নয়, বণ্টনের বৈষম্যই ক্ষুধার মূল কারণ। এ সময় তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্বের মতো অর্থনৈতিক ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিরতা, খাদ্য অধিকারকে অগ্রাধিকার না দেওয়া এবং সামাজিক নিরাপত্তা জালের বণ্টনে ব্যর্থতা- এসবই সরকারের জনসমর্থন হ্রাস ও পরিস্থিতির অবনতির প্রধান কারণ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্য অধিকার বাংলাদেশ এ সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আলি। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যপক ড. এম এম আকাশ বলেন, খাদ্যের ঘাটতি নয়, বণ্টনের বৈষম্যই ক্ষুধার মূল কারণ। তিনি খাদ্য অধিকারকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জোর দাবি জানান। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী বলেন, বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রগতি সত্ত্বেও অনেক নাগরিক খাদ্য কেনা ও শিক্ষা বা স্বাস্থ্যসেবার মধ্যে একটি বেছে নিতে বাধ্য হচ্ছেন। খাদ্য অধিকার বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক মহসিন আলি বলেন, খাদ্য অধিকার আইন পাস করার কথা বললে তৎকালীন সরকার আশঙ্কা করে যে, এমন আইন পাস হলে সরকারের বিরুদ্ধে মামলা হতে পারে। প্রতিবেশী দেশ ভারত ও নেপাল খাদ্য সার্বভৌমত্ব আইন বাস্তবায়ন করে ইতিবাচক ফল পেয়েছে। সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শিলা রানী দাস, ওয়েল্ট হাঙ্গার হিলফের হেড অব প্রজেক্ট মো. মামুনুর রশিদ, ল’ইয়ার্স ফর এনার্জির প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কানিজ ফাতেমা।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
আপডেট:
০২:০৯, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
খাদ্য দিবসের আলোচনায় বক্তারা
খাদ্য বণ্টনে বৈষম্যই ক্ষুধার মূল কারণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর