রিকশাচালকদের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবনমান উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের আস-সুন্নাহ অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক রিকশাচালক অংশ নেন।
কর্মশালায় উত্তম আচরণ, পারিবারিক দায়িত্ববোধ, স্বাস্থ্যসচেতনতা, মাদক ও ধূমপানের ক্ষতি, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, স্বল্প আয়ে পরিবার পরিচালনা, সঞ্চয়ের কৌশল এবং ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব বিষয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি উত্তম আচরণ ও পারিবারিক দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। রিকশাচালকদের সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, আপনারা এই শহরের প্রাণ। আপনাদের চাকা থেমে গেলে স্থবির হয়ে যায় নগরবাসীর জীবন। আল্লাহর কাছে মর্যাদা নির্ভর করে মানুষের চিন্তা ও কাজের ওপর, পেশার ওপর নয়।
এ সময় তিনি সকলকে সততা, আমানতদারিতা, পরিবারের প্রতি দায়িত্বশীলতা এবং হালাল উপার্জনের মাধ্যমে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ইসলামে শ্রমের মর্যাদা বিষয়ে আলোচনা করেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন, হারাম উপার্জনের প্রাসাদের চেয়ে হালাল রুজির কুঁড়েঘর বেশি শান্তির। একজন রিকশাচালকের রোদে পুড়ে উপার্জিত টাকায় যে বরকত আছে, তা বিলাসী জীবনেও নেই।
রিকশাচালকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার নিয়ে আলোচনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন। স্বল্প আয়ে পরিবার চালানো ও সঞ্চয়ের কৌশল তুলে ধরেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহম্মেদ।
সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে পৃথক সেশন নেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান) মো. জিয়াউর রহমান এবং বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ঘোষণা করেন, প্রশিক্ষণ গ্রহণের পর যারা নিজেদের জীবনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন—তাদের মধ্য থেকে একজনকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানান, আফতাবনগরে তাদের ৬০০ আসনবিশিষ্ট নিজস্ব অডিটোরিয়ামে এখন থেকে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের জন্য নিয়মিত পেশাভিত্তিক জীবনমান উন্নয়ন ও দাওয়াহমূলক প্রশিক্ষণের আয়োজন করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল