অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার আইএমএফের নির্বাহী বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার দ্বিতীয় দফা পর্যালোচনা শেষে নতুন এই ঋণ অনুমোদন করা হয়েছে। এ অর্থের মধ্যে ১০০ কোটি ডলার ব্যয় করা হবে দেশের নিয়মিত অর্থনৈতিক কার্যক্রমে, আর বাকি ২০ কোটি ডলার ব্যবহার হবে জলবায়ু–সংক্রান্ত দুর্যোগ মোকাবেলা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে (যেমন বন্যা প্রতিরোধ, ঘূর্ণিঝড় সহনীয় তৈরি ইত্যাদি)।
এর আগে ২০২৪ সালে আইএমএফ দুই ধাপে পাকিস্তানকে ৩৩০ কোটি ডলার ঋণ দেয়। শর্ত ছিল—এই অর্থ ৩৭ মাসে কিস্তিতে পরিশোধ করতে হবে। নতুন অনুমোদিত ১২০ কোটি ডলার যোগ হওয়ায় পাকিস্তানের মোট আইএমএফ সহায়তার পরিমাণ আরও বেড়ে গেল।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান আইএমএফের ওপর নির্ভরশীল। করোনা–পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় দেশটির সামনে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। ফলে নতুন ঋণ পেতে ইসলামাবাদকে কঠোর শর্ত মানতে হচ্ছে এবং অনেক আয়োজন করে ঋণ সংগ্রহ করতে হচ্ছে।
আইএমএফ বলছে, পাকিস্তানকে ঋণ দেওয়া অব্যাহত রাখতে হলে দেশটিকে সংস্কার পরিকল্পনা অনুযায়ী রাজস্ব ব্যবস্থা, ব্যয় নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল