রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গতকালও সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিন জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতা-কর্মীসহ স্থানীয় লোকজন অংশ নেন। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুমার নামাজের পর বঙ্গভবনের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। এ ছাড়া নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘শনিবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রবিবার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি ফ্লাই করতে পারবেন কি না, সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তাঁর রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।’ এ সময় তিনি বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-
বরিশাল : গতকাল বাদ আসর গৌরনদী কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন, ‘খালেদা জিয়ার সুস্থতার জন্য কোটি কোটি মানুষ নীরবে-নিভৃতে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছেন। আর বিদ্বেষ ছড়ানো পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে জানালার ফাঁক দিয়ে গোপনে গোপনে দেখছেন খালেদা জিয়ার কত জনপ্রিয়তা।’ স্বপন আরও বলেন, ‘সেদিন যদি আমাদের বীর সেনাবাহিনী দয়া না করত, সামরিক বাহিনী যদি বিমান দিয়ে সহায়তা না করত, তাহলে মানুষের পায়ের নিচে পিষ্ঠ হয়ে শেখ হাসিনা মারা যেত।’ এ ছাড়া এদিন বরিশাল মহানগর বিএনপির উদ্যোগেও দোয়া-মোনাজাত অনুষ্ঠান করা হয়। বিকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বাঞ্ছারামপুরে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার রাধানগর এলাকায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
রংপুর : রংপুরের মসজিদে মসজিদে গতকাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে মহানগরীর আলমনগর পীরপুর জামে মসজিদে জুমার নামাজের পরে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে। অপরদিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, মুলাটোল, মুন্সিপাড়া, দর্শনা, মডার্ন মোড়, গুপ্তপাড়া জামে মসজিদসহ প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে।
বাগেরহাট : বাগেরহাটের ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ জেলার দুই হাজারের অধিক মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা এই দোয়া-মোনাজাতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মো. নাসির উদ্দিন।
টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেস ক্লাবেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সব সদস্যসহ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে সিরাজগঞ্জে বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়েছে। জুমার নামাজের পর সিরাজগঞ্জ শহরের ইসলামিলা কলেজ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
গোপালগঞ্জ : হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট বাংলাদেশ কমিটির সভাপতি সোমনাথ দের উদ্যোগে এই পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খোন্দকারের উদ্যোগে রূপগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার রূপসী এলাকায় অবস্থিত খোন্দকার বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী : রাজশাহীতেও জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নগরীর কোটগুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। একই সময়ে বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।
পঞ্চগড় : পঞ্চগড়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পঞ্চগড় চেম্বার্স অব কমার্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়রস অব জুলাই, পঞ্চগড়।
খুলনা : বিএনপির উদ্যোগে খুলনার নিউমার্কেট বায়তুল নূর জামে মসজিদ, খুলনা টাউন জামে মসজিদ, মডেল মসজিদ, ইকবাল নগর জামে মসজিদ, নিরালা তাবলিগ মসজিদসহ বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।