রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের দেশিবিদেশি সদস্যরা প্রতিদিন দফায় দফায় বৈঠক করে করণীয় নির্ধারণ করে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কয়েক দিন ধরে ভেন্টিলেশনে একই অবস্থায় রয়েছে তাঁর শারীরিক অবস্থা। উন্নতি বা অবনতি কোনোটাই হচ্ছে না। আবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থাও তৈরি হচ্ছে না। ফলে কোনো সিদ্ধান্তও দিতে পারছে না মেডিকেল বোর্ড। গত সোমবার বিকালে ঢাকায় আসেন চীনা মেডিকেল টিমের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁরা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। তাঁদের সঙ্গে চীনের আরও পাঁচজন সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের যুক্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ বুধবার আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম আসার কথা রয়েছে। এ ছাড়াও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় গতকাল দুপুর থেকে এসএসএফ ও পিজিআর সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া গতকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও আনুষঙ্গিক বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যদি বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হয় তাহলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে। আর যদি তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এদিকে গত রাতে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জামায়াত আমির ডা. শফিকুল ইসলাম।
আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা আসছেন : গতকাল দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা যায় তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন। তাঁর সুচিকিৎসার লক্ষ্যে চীনের পর আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। তিনি জানান, চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, ‘তাঁকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে মেডিকেল বোর্ড এবং বিদেশি বিশেষজ্ঞরা তাঁকে দেখার পর যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করার মতো অবস্থায় (ট্রান্সফারেবল) আছেন, তবেই তাঁকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এ মুহূর্তে রোগীর শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই আমাদের কাছে শেষ কথা।’
তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছেন।
নিরাপত্তা জোরদার, আসছেন নেতা-কর্মীরা : এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার, আসছেন নেতা-কর্মীরা। ডা. জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সর্বোচ্চ সংযমের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, সবাই ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না। দেশিবিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। আজ যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসবে, তারা যদি বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তবে নেওয়া হবে। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সরাসরি কোনো তথ্য দেননি তিনি। ব্রিফিং করার সময় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন ডা. জাহিদ।
খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে গতকাল দুপুর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যরা তাঁর নিরাপত্তায় দায়িত্ব পালন করেছেন। এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় তাঁদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।
৮০ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশিবিদেশি চিকিৎসকরা তাঁর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
খালেদা জিয়াকে নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশেষ বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ওই বৈঠকে তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চমর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মিলনায়তনে মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে হেফাজত আমির বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাঁকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।
নরসিংদী : বেলাব উপজেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকালে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নোয়াগাঁও পরমেশ্বরী কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মাদ্রাসাছাত্র ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ অন্যরা।
ঝালকাঠি : বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুর : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে দোয়া মাহফিল হয়েছে।
বগুড়া : খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা যুবদলের আয়োজনে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
গাজীপুর : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট : জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে সদর উপজেলার ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য ১২টি ছাগল বিতরণ করেছেন।
বেনাপোল : খালেদা জিয়ার সুস্থতা কামনায় বেনাপোল হাইস্কুল মাঠে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
ফেনী : খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তাঁর পৈতৃক নিবাস ফুলগাজী উপজেলার শ্রীপুর মজুমদার বাড়িতে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন প্রমুখ। এছাড়া ফেনী সমিতি, ঢাকার আহ্বায়ক, যুবদলের প্রতিষ্ঠাতা সহসাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সদস্যসচিবসহ ফেনীবাসী এতে উপস্থিত ছিলেন।