জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গেজেটে একই দিনেই গণভোটের কথা বলা হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন। সরকারের তৈরি করা গেজেট ওহির বাণী বা কোরআনের বাণী নয়। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এ আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি।
গতকাল বিকালে রাজশাহীর মাদরাসা মাঠে আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আট দল বিভাগীয় পর্যায়ের এ সমাবেশের আয়োজন করছে। সমাবেশে আট দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। এখনো সুযোগ আছে, গেজেট পরিবর্তন করুন। জনগণ আগেই গণভোট চায়। এখনো সুযোগ আছে, তারিখ পরিবর্তন করুন। সরকারকে সংকটে ফেলতে চাই না। তা না হলে বিভ্রান্তি তৈরি হবে। জনগণ হ্যাঁ ভোট দিতে গিয়ে না তে ভোট দিয়ে দেবে। তিনি বলেন, একটি দল এখনো ষড়যন্ত্র করছে। গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট হবে। হ্যাঁ ভোট মানে হলো ফ্যাসিবাদ বিরোধী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে। জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না। কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নারী কর্মীদের ওপর হামলার নিন্দাও জানান গোলাম পরওয়ার। সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারি প্রমুখ। সঞ্চালনা করেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমাজ উদ্দিন ম ল ও মুফতি ইমরান।