পাকিস্তানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের খোঁজখবর না পেয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ছেলে কাসিম খান। বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ছয় সপ্তাহ ধরে তার বাবাকে ডেথ সেলে রাখা হয়েছে। আদালতের আদেশ থাকলেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না স্বজনদের। কাসিম খান লেখেন, কোনো ফোনকল নেই, কোনো সাক্ষাৎ নেই, বাবার সুস্থতার কোনো তথ্যও নেই। আমরা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ অন্ধকারে আটকে রাখা কোনো নিরাপত্তা প্রটোকল নয়। তার অবস্থা গোপন করা ও আমাদের তার নিরাপত্তা সম্পর্কে কিছু না জানাতেই ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি কণ্ঠ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। ইমরান খানের জীবিত থাকার নিশ্চিত তথ্য দেওয়া হোক, সাক্ষাৎ নিশ্চিত করা হোক ও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তি দাবি করা হোক।
এদিকে বৃহস্পতিবার ইমরান খান ও তার স্ত্রীর অবস্থার খোঁজ নিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে যান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি। এ সময় পিটিআইয়ের আইনপ্রণেতা ও বহু সমর্থক কারাগারের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
তবে ইমরান খানের আরেক বোন আলেমা খান ভাইয়ের অবস্থার খবর নিতে কারাগারে যেতে চাইলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনার পর তার স্বাস্থ্যের ব্যাপারে নানা গুজব, এমনকি কিছু মিডিয়ায় মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। তবে কারা কর্তৃপক্ষ এসব গুজব প্রত্যাখ্যান করে জানায়, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন ও সুস্থ আছেন।