দীর্ঘ প্রতীক্ষার পর জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের জনপ্রিয় গান এই অবেলায়ের সিক্যুয়েল ‘এই অবেলায়-২’ আসছে। এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’র সমাপ্তি গান হিসেবে মুক্তি পাচ্ছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রকাশিত হবে ‘এই অবেলায় ২’। তাও আবার দুই ভাষায়-বাংলা ও ইংরেজি। ব্যান্ডটি জানিয়েছে, বাংলা গানটি প্রকাশের কিছুক্ষণ পর উন্মুক্ত করা হবে ইংরেজি সংস্করণ ‘রিমেম্বার মি’। বরাবরের মতো গানের কথা লিখেছেন জিয়াউর রহমান জিয়া। সুর কাজী আহমেদ শাফিনের।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রধান জিয়া বলেন, প্রথম গানটি প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। গানটির সিক্যুয়েল হোক, সবাই সেটা চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের ‘হাসিমুখ’ গানের বেলায়ও এমনটা হয়েছিল। তো ‘এই অবেলায়’ নিয়েও শ্রোতাদের এত আগ্রহ দেখে সিক্যুয়েল আনতে হলো।
প্রসঙ্গত, গত এক দশকে ‘শিরোনামহীন’ তো বটেই, যেকোনো ব্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘এই অবেলায়’। ইউটিউবে কেবল ব্যান্ডটির ইউটিউব চ্যানেলেই এ গানের ভিউ পৌনে সাত কোটি। গানটি শ্রোতাদের এত প্রিয় হয়ে উঠেছে যে, অনেকেই এর সিক্যুয়েলের আবদার করেন। অবশেষে আজ সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ