অবশেষে রণবীর সিং দুই বছর পর বড় পর্দায় ফিরছেন। ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ধুরন্ধর। এই বলিউড অভিনেতার সবশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০২৩ সালের জুলাই মাসে। রণবীরের সবশেষ সিনেমা রকি অউর রানি কি প্রেম কাহানি বিশ্বব্যাপী প্রায় ৩৪৭.৫০ কোটি রপি আয় করেছিল। ফলে, রণবীরের প্রত্যাবর্তনের সঙ্গে ছবির বিশালতা, গল্প, মুক্তির আগে তৈরি হওয়া জল্পনা এবং আইনি বিতর্ক; সব মিলিয়ে ধুরন্ধর উত্তেজনা এখন তুঙ্গে।
পারিবারিক বিনোদনধর্মী সিনেমার পর এবার রণবীর আসছেন অ্যাকশন থ্রিলার নিয়ে। পরিচালক আদিত্য ধরের এই ছবির কাহিনী করাচির অপরাধ জগৎ এবং এক রহস্যময় ট্রাভেলারকে কেন্দ্র করে কাহিনী ঘিরে আবর্তিত হয়েছে। যে আগন্তুক আইএসআই ও অপরাধ জগতের মধ্যকার বিপজ্জনক নেটওয়ার্ক ভেঙে দেয়। রণবীরের দীর্ঘতম চলচ্চিত্রও ধুরন্ধর, সিনেমাটির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩০ মিনিট। কেন্দ্রীয় চলচ্চিত্র বোর্ড সিনেমাটিকে ‘এ’ গ্রেড সার্টিফিকেট দিয়েছে। এই ছবিতে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের মতো শক্তিশালী অভিনেতাদেরও দেখা যাবে।
উত্তেজনা তুঙ্গে থাকার পরও মুক্তির আগেই ধুরন্ধর বিতর্কের মুখে পড়ে। শহিদ মেজর মোহিত শর্মার পরিবারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে ছবিটির মুক্তি স্থগিত করার জন্য আবেদন করা হয়। সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে ছবিটি মেজর শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি। পরিবার নির্মাতাদের কাছ থেকে এই বিষয়ে সরাসরি উত্তর চেয়েছিলেন। এই জল্পনার জবাবে পরিচালক আদিত্য ধর এক্স পোস্টে বিবৃতিতে জানান, যেখানে তিনি স্পষ্ট জানান ধুরন্ধর মেজর মোহিত শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি নয়। দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত করার পক্ষে সায় দেয়নি।
বক্স অফিস প্রত্যাশা নিয়ে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা এনডিটিভিকে জানান, রণবীর সিংয়ের মতো বড় তারকার জন্য ধুরন্ধরের ওপেনিং ভালো হবে বলে মনে হচ্ছে। তার অনুমান, প্রথম দিনেই ছবিটি প্রায় ২৫ কোটি রুপি আয় করতে পারে। সিনেমাটির অগ্রিম বুকিংও নজর কেড়েছে। স্যাকনিল্ক অনুসারে, ইতিমধ্যে প্রায় ৪৫.১৭ লাখ রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। মুম্বাইয়ের আইনক্স ম্যাশন সবচেয়ে দামি আসনটি ২ হাজার ২০ রুপিতে বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল