তারাগুলো সুখে থাকে
আকাশ সজিবতায়,
প্রেমটুকু ঝুলে থাকে
চাহনির ধোঁয়াশায়।
ঘাসটুকু চেয়ে থাকে
শিশিরের আশায়,
ষড়ঋতুর প্রফুল্লতা
হেমন্তের ভালোবাসায়।
স্নিগ্ধ সুবহে সাদিক
অমানিশার বাসনায়,
চোখে প্রেম জেগে উঠে
কিষানির মমতায়।
ঝাঁকে উড়ে পাখপাখালি
ওই দূর নীলিমায়,
হিম বাতাসের মিতালি
শীতের সূচনায়।