বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁর নামে ফেসবুকে খোলা একাধিক ভুয়া অ্যাকাউন্ট নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে রিজভী জানান, অজ্ঞাত একটি কুচক্রী মহল তাঁর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ধরনের বক্তব্য, মন্তব্য ও মতামত ছড়িয়ে দিচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। তিনি আরও জানান, তিনি কোনো সময়ই নিজের নামে ফেসবুক অ্যাকাউন্ট খোলেননি। এ বিষয়ে তিনি এর আগেই গণমাধ্যমকে জানিয়ে থানায় জিডিও করেছেন। তাই এসব ভুয়া অ্যাকাউন্টে প্রকাশিত মন্তব্য বা বক্তব্যের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, তাঁর নামে বানোয়াট তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষকে তাঁর নামে খোলা ভুয়া অ্যাকাউন্টগুলো দ্রুত বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।
শেষে তিনি দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে এসব ভুয়া অ্যাকাউন্টের বিভ্রান্তিকর পোস্টে প্রভাবিত না হওয়ার অনুরোধ জানান।
বিডি-প্রতিদিন/মাইনুল