বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সমাবেশে সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না, বিতর্কিত করা যাবে না। আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্যে অবিশ্বাস অনাস্থা বাড়তে দেয়া যাবে না। রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার।
আজ সকালে পুরানা পল্টনে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সাইফুল হক বলেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করার কোন অবকাশ নেই। ১৭ বছর ধরে যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনকে কোনভাবেই ঝুঁকির মধ্যে ফেলা দেয়া যাবে না। আগামী নির্বাচন বিতর্কিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নির্বাচন কমিশনের আরপিও সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে আশঙ্কা ব্যক্ত করেন যে, এর ফলে নির্বাচনে টাকার খেলা আরও বৃদ্ধি পাবে এবং আগামী সংসদে বিত্তবান ও ব্যবসায়ীদের আধিপত্য দেখা যাবে।
তিনি বলেন, নির্বাচনে আসন সমঝোতা কেন্দ্র করে যুগপৎ আন্দোলনের শরীকদের মধ্য যে অবিশ্বাস অনাস্থা তৈরি হয়েছে তাকে আর বাড়তে দেয়া যাবে না। তিনি বলেন, রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুগপৎ আন্দোলনের শরীকদের ঐক্যকে ধরে রাখা দরকার।
তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ-তেই ভোট দেবে। একইসাথে তিনি দেশবাসীকে হ্যাঁ-তেই ভোট দিতে-আহ্বান জানান।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ।
সমাবেশের পর পার্টির নেতাকর্মীদের একটি মিছিল ঢাকার কয়েকটি রাজপথ প্রদক্ষিণ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন