যশোরের মণিরামপুর বাজারে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নকল প্যাকেট তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় মণিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।
মো. সেলিমুজ্জামান জানান, সকালে এক ক্রেতা ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’ দোকান থেকে এক কেজি দই কেনেন। পরিদর্শকরা গিয়ে দইয়ের পাতিল আলাদা করে ওজন করলে দেখা যায় এক কেজির পাতিলে রয়েছে মাত্র ৬৮৮ গ্রাম দই। ওজনে কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এর আগে একই বাজারে ‘আজমীরি বেকারি’তে অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে, কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই এবং পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ নেই।
এসব অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক