টাঙ্গাইলের বাসাইলে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের নবাগত একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে এসেছ। এই সময়টা তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল করাই নয় বরং জ্ঞান অর্জন, নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই হোক তোমাদের মূল লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক কাজে অংশ নিয়ে নিজেদেরকে বিকশিত করো।’
বিডি-প্রতিদিন/আশফাক