পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত পরিবারের সদস্যদের মধ্যে ঢেউটিন, শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম।
জানা গেছে, গত বছর প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া শীতার্ত অর্ধশত পরিবারকে চাল, ডাল, তেল, লবণসহ শুকনা খাবার এবং আরও অর্ধশত পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহায়তার আওতায় আনা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ