মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া আর্মি ক্যাম্পের টহল দল ও গজারিয়া থানা পুলিশের যৌথ টিম ইমামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে জষ্ঠিতলা এলাকা থেকে মামুন মিয়া (৫৫) এবং ভাটেরচর এলাকা থেকে আমজাদ হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনই দীর্ঘদিন ধরে গজারিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। অভিযানে উদ্ধার করা হয় ১৫৫ পিস ইয়াবা, প্রায় ২০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন, তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রির ৪৪ হাজার টাকা।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ