মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এলাকাটিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগের দিন বুধবার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি
ভোরের দিকে বেশি শীত অনুভূত হলেও সূর্য ওঠার পর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।’
তবে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতে বিপাকে পড়েছেন হাওর অঞ্চল, চা-বাগানের শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষজন।
বিডি-প্রতিদিন/তানিয়া