মিয়ানমার থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। ৬৪ বিজিবি টেকনাফে হোয়াইক্যং থেকে তাদের আটক করে। ভোরে তাদের আটক করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন আহমেদ জানিয়েছেন, হোয়াইক্যং বিওপি'র বিশেষ টহল দল বিআরএম-১৮ হতে ১.৫ কিমি. দক্ষিণ- পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তের ওবিএম-২ পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৮ জন মিয়ানমারের রোহিঙ্গাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
বিডি প্রতিদিন/এএম