চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় বিএনপি কর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত নয়নের পিতা আব্দুল করিম বাদী হয়ে বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ওসি হুমায়ন কবির আরও বলেন, মামলায় অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও নয়নদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগও করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে। গত সোমবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় সন্ত্রাসের জনপদ খ্যাত শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলী বাবুপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
পুলিশ জানায়, নিহত নয়নের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা এবং অন্য মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধের মামলা।
বিডি প্রতিদিন/এএম