কুমিল্লাতে বিশ্ব মানবাধিকার দিবস দিবস উপলক্ষে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
জেলা দক্ষিণ কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উত্তর জেলা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিলন, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ফয়সল সুলতান এবং দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, মানুষের বিবেক জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হওয়ায় দুর্নীতি, বেকারত্ব, মানবাধিকার লঙ্ঘন এবং নারী-শিশু নির্যাতন বেড়েছে। কোনো সভ্য মানুষ মানবাধিকারকে উপেক্ষা করতে পারে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওবায়দুল ইসলাম বাবর, সাবেক চেয়ারম্যান মো. দুলাল, ইউসুফ চৌধুরী, আবু বকর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট হানিফ মিয়া, সেন্ট্রাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন রানা, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সফিউদ্দিন লিটন, উত্তর জেলা সেক্রেটারি জসিম উদ্দিন, সহ-সভাপতি আফতাব আহমেদ অপু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রবি দাস প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল