চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে অভিভাবকদের সচেতন করতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে প্রধান শিক্ষক মারুফুল হকের নেতৃত্বে র্যালিটি বের হয়ে ক্যাচমেন্ট এলাকা পরিদর্শন করে। র্যালিতে শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মারুফুল হক, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা এবং ফাতেমা জিনিয়া প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল