‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়তে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জামালপুর দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি শামিমা খান, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মাতৃগর্ভ থেকে কোনো শিশু দুর্নীতি শিখে আসে না। পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, পরিবেশ থেকেই মানুষ দুর্নীতি শেখে। বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সে অর্থ দিয়ে প্রতি বছর একটি করে পদ্মা সেতু বানানো সম্ভব। দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে তরুণসমাজসহ সকল শ্রেণির মানুষকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি