‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে ও সততার চর্চা করতে পারলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারব।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ।
এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এমই