‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন ও পায়রা উড়িয় কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুপার পাল বক্তব্য রাখেন।
ফরিদপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালযের সহকারি পরিচালক সরদার আবুল বাসার, রাজবাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজা খানম, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমানসহ অনেকেই বক্তব্য রাখে।