দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা কর্মসূচির আয়োজন করেছে দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় ও নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশসানের সহযোগিতায় সকালে শহরের ছোট বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। এরপরে শহীদ মিনারের সামনে এক মানববন্ধন ও আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় দূর্নীতি দমন কমিশনের অতিরিক্ত পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার।
এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম