গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্ত নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর সহিংসতা রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের জফুর বাজারে ইউরোপীয় ইউনিয়ন ও স্টেটক্রাফ্ট এক্সচেঞ্জের সহযোগিতায় গণউন্নয়ন কেন্দ্র ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের সদস্য এলিজাবেথের সভাপতিত্বে মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক-কাম-ক্রেডিট সুপারভাইজার মেহেরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যানের প্রতিনিধি সানজু আরা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসহাক আলী, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আবু সাইদ তুহিন প্রমুখ।
বক্তরা কৃষকের ন্যায্য অধিকার, কৃষি পণ্যের সঠিক মূল্য, নারীর সামাজিক নিরাপত্তা এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/এএম