দীর্ঘদিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে। রোববার সন্ধ্যায় দুটি ট্রাকে ৬০ মেট্রিক টন পেঁয়াজ মোহদীপুর থেকে সোনামসজিদ বন্দরে প্রবেশ করে।
সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। তিনি বলেন, আগামীকাল সোমবার আরও পেঁয়াজবাহী ট্রাক আসতে পারে।
রবিবার বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলো।
বিডিপ্রতিদিন/কবিরুল