গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদনহীন হাসপাতাল পরিচালনা করার দায়ে নিউ আল রাজি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইদুল ইসলাম জানান, রবিবার বিকেলে মাওনা চৌরাস্তার নিউ আল রাজি হাসপাতালে নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় হাসপাতালটির ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ অন্যান্য লাইসেন্স, লিখিতভাবে চিকিৎসক নিয়োগ না দেয়া, ডিপ্লোমা নার্সের পরিবর্তে এসএসসি পাশ কর্মীকে দিয়ে নার্স হিসেবে মৌখিক নিয়োগ দেয়া হয়। অব্যবস্থপনা, লাইসেন্স না থাকায় তাদের প্রাথমিক ভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী দুই মাসের মধ্যে যাবতীয় কাগজপত্র সম্পন্ন করবেন বলে মুচলেকা দিয়েছে কর্তৃপক্ষ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালকে সময় দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স দাখিল না করলে হাসপাতালটি সিলগালা করা হবে।
উল্লেখ্য, গত শনিবার ওই হাসপাতালটিতে এক নবজাতকের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ওই নবজাতক মারা যায়।
বিডি প্রতিদিন/হিমেল