‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা’ শীর্ষক গাইবান্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক- সুজন গাইবান্ধা জেলা শাখা।
এতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা, রাজনীতিক, শিক্ষাবিদ, আইনজীবী, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘সচেতন, নাগরিক ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ।
সুজন গাইবান্ধা জেলা কমিটির সভাপতি জিয়াউল হক কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ প্রবীর চক্রবর্ত্তী। সুজন- হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দের সঞ্চালনায় গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রম বিষয়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাশ দেবু, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, খলিলুর রহমান, আবু সাঈদ, আকতার হোসেন বাবু, মোহাম্মদ শাহ আলম, শিরিন আকতার, রিকতু প্রসাদ, সাহেদা আকতার, বিপুল কুমার দাস, সোমা ইসলাম প্রমুখ।
বক্তারা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএম