ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বিদ্যুৎ ভবনের সামনে ইতালি প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম করে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত দুলাভাই মেহেদী হাসান (২৮) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের মন্নু শেখের ছেলে এবং ইতালি প্রবাসী। অপর আহত শ্যালক শামিম মাতুব্বর (২৫) একই গ্রামের হারেছ মাতুব্বরের ছেলে।
মহাসড়কের উপর মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে পাশেই ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিভায়। এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহত শ্যালক ও দুলাভাইকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর একজনের অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।
আহত ইতালি প্রবাসী মেহেদী হাসান জানান, শনিবার ভোরে মাদারীপুর জেলার টেকেরহাটে এক বন্ধুর বাসা থেকে নিজ মোটরসাইকেল যোগে ভাঙ্গা বাসস্ট্যান্ডে আসি। সেখানে একটি হোটেলে নাস্তা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। পথিমধ্যে অস্ত্রধারী কয়েকজন আমাদের গতিরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। জান বাঁচাতে আমরা দুজনই সড়কের পাশে গাছের ভিতর ঢুকে যাই। দুর্বৃত্তরা আমাদের অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে আমাদের সামনে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আমরা ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহায়তা এবং স্থানীয়দের সাহায্যে হাসপাতালে ভর্তি হই।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার মোঃ আবু জাফর বলেন, ভোর অনুমানিক সাড়ে ৫টার সময় দুর্বৃত্তরা মহাসড়কের উপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল আরোহীদের উপর আক্রমণ করেছে। মোটরসাইকেলে দুইজন ছিল। তাদেরকে মারধর করেছে এবং তাদের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে মোটরসাইকেলটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত হেলাল উদ্দিন জানান, আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম