পঞ্চগড় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চেম্বার ভবনের মিলনায়তনে শনিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড়ের ব্যবসায়ীদের এই সংগঠনের সকল সদস্য সভায় যোগ দেন। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সচিব মেরাজুল ইসলাম।
চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিস এর সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আরম্বর পূর্ণ এই অনুষ্ঠানে সাধারণ সদস্যরা পঞ্চগড়ের ব্যাবসা বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। বার্ষিক আয় ব্যায়ের হিসাব তুলে ধরেন ট্রেজারার শফিউজ্জামান পাটোয়ারী রুবেল। পরিচালক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সাধারণ সদস্যরা ছাড়াও এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবু হিরণ।
বিডি প্রতিদিন/এএম