পর্যটন কেন্দ্র কুয়াকাটার অন্যতম আকর্ষণীয় স্পট বঙ্গোপসাগরের মাঝে জেগে ওঠা দ্বীপ ‘চর বিজয়’র আবিষ্কারের আট বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দ্বীপটিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ‘কুয়াকাটা চর বিজয় সোসাইটি’ নামের একটি সংগঠন। তারা দ্বীপে গিয়ে কেক কাটেন, পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন এবং কয়েকটি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ, কুয়াকাটা চর বিজয় সোসাইটির সদস্য জনি আলমগীর, জাকারিয়া জাহিদ এবং সাংবাদিক শাহবুদ্দিন সিহাব।
আয়োজকরা জানান, চারদিকে অথৈ জলরাশি পরিবেষ্টিত এই দ্বীপে বিচরণ করে অতিথি পাখি ও লাল কাঁকড়া। ২০১৭ সালের ৪ ডিসেম্বর একদল ভ্রমণপিপাসু এ দ্বীপটির সন্ধান পান। বিজয়ের মাসে আবিষ্কার হওয়ায় এর নাম রাখা হয় ‘চর বিজয়’। এটি কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত। দ্বীপটি আবিষ্কারের আট বছর পূর্ণ হলেও স্থানীয় জেলেদের কাছে এটি ‘হাইরের চর’ নামে পরিচিত।
কুয়াকাটা চর বিজয় সোসাইটির সদস্য জনি আলমগীর জানান, এটি মূলত অতিথি পাখির অভয়ারণ্য এবং লাল কাঁকড়ার বিচরণক্ষেত্র। শীতকালে দ্বীপটি জেগে থাকে এবং বর্ষায় পানির নিচে চলে যায়। ‘চর বিজয়’ আবিষ্কারের বার্ষিকী উপলক্ষে প্রতিবছর জমকালো আয়োজন করা হয়, তবে এবার ছোট পরিসরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল