গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৮ নম্বর জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদারের বিরুদ্ধে একটি টিনসেড ঘর সরকারি টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়া বিক্রির অভিযোগ উঠেছে।
জানাগেছে, নভেম্বর মাসের শেষ দিকে প্রধান শিক্ষক ওই ঘরটি তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। স্থানীয় শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সমাজসেবক অশোক বিশ্বাস অভিযোগ করেছেন, আমরা চাইতাম ঘরটি বিদ্যালয়ের পাশে মন্দিরের কাজে ব্যবহার করা হোক, কিন্তু প্রধান শিক্ষক নিজস্ব স্বার্থে বিক্রি করেছেন।
বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী জানান, বিক্রির পুরো টাকা প্রধান শিক্ষকের কাছে রয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করেছি। বিক্রির টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যবহার করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত জানিয়েছেন, প্রধান শিক্ষক আমাকে ঘরটি বিক্রি করার জন্য কিছু জানায়নি। যদি বিক্রি হয়ে থাকে, তবে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন