ঠাকুরগাঁও-২ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এক পথসভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং ওই আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক হাসান।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার লাহেড়ী হাট এলাকায় পথসভায় বক্তব্য শেষে তিনি উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে দোয়া পরিচালনা করেন। এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
পরে ফারুক হাসান বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। তিনি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। আমরা তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করেছি।
এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে জনগণকে তার পাশে থাকার আহ্বান জানান এবং নির্বাচিত হলে ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। পথসভায় স্থানীয় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ বহু সমর্থক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ