কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন। এ উপলক্ষ্যে বুধবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে দিঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনা ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল বলেন, মানুষের কল্যাণে আমাদের এই মানবিক যাত্রা থেমে থাকবে না। আমরা চাই শীতের সময় যেন কোনো পরিবার ঠান্ডায় কাঁপতে না হয়।
তিনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে শুধু শীতেই নয়, সারা বছরই আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব।
বিডি-প্রতিদিন/তানিয়া