ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীনভাবে লড়াই করেছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।
বুধবার বাদ যোহর ঈশ্বরগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন মাজেদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক। এই সংকটময় সময়ে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের প্রার্থনা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।
আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষ নতুন করে আবারও আশার আলো দেখতে পাবেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জের জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার মুহতামিম মাহমুদুল হক আযীযী।
বিডি-প্রতিদিন/বাজিত