রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাদ আলী নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর লিলিহল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদের বাবা লিয়াকত আলী লিটন এনজিও কর্মী। তাঁদের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাবা লিটনের মোটরসাইকেলে সাদকে নিয়ে আমচত্বর থেকে কাশিয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন তারা। লিলিহল মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে সাদ সড়কে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী বলেন, ‘দুর্ভাগ্যজনক এ ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পালিয়ে গেছে। শনাক্তের চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আশিক