বিশ্ব কীটনাশক মুক্ত দিবস উপলক্ষে নেত্রকোনায় গ্রাম আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ‘কীটনাশক মুক্ত কৃষি চাই’ এই প্রতিপাদ্যে গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
নেত্রকোনা শহরের মইনপুর গ্রামে বুধবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় সবুজ সংহতির আয়োজনে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কৃষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কৃষকদের পাশাপাশি কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিক, পরিবেশকর্মীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
সাবেক শিক্ষক ও সমাজসেবক সায়েদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় কৃষকদের জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধে ও কীটনাশক প্রয়োগে কৃষকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্যরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবীর সরকার, সাবেক কাউন্সিলর শামীম রেজা সরল, বাসসের প্রতিনিধি তানভীর হায়াত খান, কৃষক শাহজাহান মিয়া, নুরুল হক বক্তব্য রাখেন।
আলোচনায় কীটনাশকের অতিরিক্ত প্রয়োগ রোধ করে কীটনাশক মুক্ত চাষাবাদ পদ্ধতি নিয়ে অলোচনা করা হয়। পরে কৃষকরা ধানের জমিতে গিয়ে কৃষি উপকারী বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। এরপর তারা ওই ব্যানারে গণস্বাক্ষর করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল