রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলতি অর্থবছরের আমন ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি মুস্তাফিজুর রহমান ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করেন।
জানা গেছে, এ বছর ৩৪ টাকা কেজি দরে ১১৭ মেট্রিকটন ধান ও ৫০ টাকা কেজি দরে ৭৬ মেট্রিকটন চাউল ক্রয় করা হবে। উপজেলার অনুমোদিত ৭০৬ জন ডিলারের কাছ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ধান ও চাউল ক্রয় কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরি মুস্তাফিজুর রহমান বলেন, একজন কৃষক সর্বনিম্ন ৪০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পরিশোধ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনতোষ কুমার মজুমদার, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, নলিয়া গ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল হাসান উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া