গাইবান্ধায় ১৩১ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এসকাফসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, রবিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের সোহাগ বোর্ডিং (আবাসিক) এর একটি রুমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সির ছেলে আব্দুল মতিন (৫০) এবং একই এলাকার মৃত আব্দুল বাসিরের ছেলে কামাল হোসেন (৬৫)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল সোহাগ বোর্ডিংয়ে (আবাসিক) অভিযান পরিচালনা করে। এ সময় বোর্ডিংয়ের ৭ নম্বর রুমে তল্লাশি চালিয়ে আব্দুল মতিনের হেফাজত থেকে ৭১ বোতল এবং কামাল হোসেনের হেফাজত থেকে ৬০ বোতলসহ মোট ১৩১ বোতল এসকাফ জব্দ করা হয়। পরে দুজনকেই আটক করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দেশের নানা স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল