টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি মনোহারির দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়দের সহায়তায় কালিহাতী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের ভেতরে আটকা পড়া গফুর আলী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির নেতৃত্বে জানানো হয়েছে, আগুনের ফলে পাশের দুই দোকানেও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল