মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিল্টন মল্লিককে (৪৬) গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ মোট ১৯টি মামলা রয়েছে।
গ্রেফতার হওয়া মিল্টন মল্লিক মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল্টন মল্লিক দীর্ঘদিন ধরে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে নিজস্ব ক্যাডার বাহিনীসহ এলাকায় অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, ডাকাতি ও বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। এসব কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে যৌথ বাহিনী মিল্টনের বাসায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল, ২টি সুইচগিয়ার চাকুসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সহযোগীরা জানায়, মিল্টন চর এলাকায় একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশি-বিদেশি অস্ত্র মজুত করেছিল।
পরবর্তীতে ধারাবাহিক গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে র্যাব-১১ রবিবার যশলং এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর মিল্টন মল্লিককে গ্রেফতারি পরোয়ানা মূলে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন