গাজীপুর জেলার নতুন পুলিশ সুপার মো. শরিফউদ্দীন রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নবাগত পুলিশ সুপারকে জেলাপুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান। এ সময় জেলাপুলিশের সুসজ্জিত ও চৌকস একটি দল তাকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রাণী সিনহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. মেরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল