বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বাগেরহাট সদরের বেশরগাতী গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন অফিসে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার, সাবেক সিনিয়র সচিব ড. ফরিদুল ইসলাম বাবলুসহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল