বন সুরক্ষায় দক্ষ জনবল গড়তে খাগড়াছড়িতে বাংলাদেশ বন অধিদপ্তরে নিয়োজিত বন প্রহরীদের জন্য আয়োজন করা ‘আর্মস প্রশিক্ষণ কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার (এএসটিসি) মাঠে ১৫ দিনব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রথম ব্যাচের ৬০ জন বন প্রহরী।
‘প্রশিক্ষিত প্রহরী—সুরক্ষিত বন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসটিসি, খাগড়াছড়ির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এএসটিসির ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম (বার), খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাইয়ের পরিচালক মো. সাজ্জাদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম (সুমন), বঙ্গমিত্র চাকমা এবং সাথোয়াই প্রু চৌধুরী।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সুজন