ব্রাহ্মণবাড়িয়ার একটি বেকারির পেটিস থেকে তেলাপোকা পাওয়া যাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে টি.এ. রোড এলাকায় অবস্থিত শাহী বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, শনিবার সকালে শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসার ছাত্রদের জন্য শাহী বেকারি থেকে পেটিস কেনা হয়। মাদরাসায় নিয়ে খাবারটির ভেতরে তেলাপোকা দেখা গেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মাদরাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার কার্যালয়ে অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে রোববার শাহী বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার প্রস্তুতে অনিয়ম এবং যত্রতত্র তেলাপোকার বিচরণ দেখা যায়।
এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় বেকারিটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪০ হাজার ও বেকারি অস্বাস্থ্যকর থাকার কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, অভিযোগকারী মাদরাসাকে বিধি অনুসারে জরিমানার ৪০ হাজার টাকার ২৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। একই সঙ্গে বেকারিকে সতর্ক করা হয় এবং কার্যক্রম সুষ্ঠু রাখতে নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সুজন