লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলার ঝামেলায় জর্জরিত থাকলেও দলের দুঃসময়ে তারা পাশে ছিলেন। তবে ৫ আগস্টের পর অবমূল্যায়নের অভিযোগ তুলে তারা জামায়াত থেকে বের হয়ে আসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া ছাত্রশিবির কর্মী সাইফুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রশিবিরের কর্মী ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় আমার নামে চারটি মামলা হয়। ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও জামায়াতের নেতাকর্মীরা আর আমাকে চিনতে চাইনি, দেখা হলেও কথা বলেনি। আমার সব মামলার জামিন করিয়েছেন লালমনিরহাট-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি।
আরেক জামায়াত নেতা মনিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ছেলে ছাত্রশিবিরের কলেজ শাখার সেক্রেটারি ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে তার নামে ১৬টি মামলা হয়। কিন্তু সরকার পরিবর্তনের পরও ত্যাগী নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করেনি জামায়াত। জামায়াতের রাজনীতি করতে গিয়ে আমি সর্বস্বান্ত হয়েছি, তবুও কোনো মূল্যায়ন পাইনি। তাই বিএনপিতে যোগদান করেছি।
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, আমরা দল–মত নির্বিশেষে মানুষের পাশে থাকার আদর্শে বিশ্বাসী। আজ যারা জামায়াত থেকে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন, তাদের স্বাগত জানাই। বিএনপি ক্ষমতায় গেলে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল