কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
রবিবার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারীর নাম কুলসুম বেগম। অপর দুজনের নাম আলতাফ ও এরশাদুল।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/মাইনুল