চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে ও গলা কেটে তোজাম্মেল হক (৬৫) নামে পুকুরের এক পাহারাদারকে হত্যা করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক মৃত জনাব আলির ছেলে। তার বাড়ি একই উপজেলার পারদিলালপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, তোজাম্মেল বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের কাটা চিহ্ন আছে এবং বাম চক্ষু উপড়ে ফেলেছে হত্যাকারীরা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে দীর্ঘদিনের শত্রুতা বা চুরি–সংক্রান্ত কোনো ঘটনার জেরেই এ ঘটনা ঘটতে পারে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া