দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে। টানা পাঁচদিন ধরে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আটকে আছে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
সরেজমিনে দেখা যায়, ভোরে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঝলমলে রোদের দেখা মিলছে। তবে রোদের তেজ থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের দাপট খুব একটা কমছে না।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এর আগের দিন শনিবারও একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ১৩ দশমিক ১ থেকে ১৩ দশমিক ২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও রাতে শীত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ